স্বত্তা

0
363

– ইনামুল হাফিজ লতিফী

 

আবেগী কোন মূহুর্তে আমি কারও সহানুভূতি,

কারও বা অবসরে- আমি তার আকাঙ্ক্ষিত সঙ্গী,

কখনোবা আমি কোন বিপর্যস্ত মানুষের একমাত্র অবলম্বন।

 

হয়তো এই আমি- কারও প্রেমের যাত্রী,

আমার চেহারা ভিন্ন- স্থান, কাল, শর্তভেদে!-

যেখানে আমার ‘আমি’ স্বকীয়তাহীন,

আমার অস্তিত্ব গড়ে দেয় অন্য কোন জন,

স্থান, কাল, শর্তভেদে যার চেহারা ভিন্ন!

 

আমি ‘স্বত্তা’- আমি প্রগাঢ়!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here